আবার বুঝি পূর্ণ হবে শুন্য খেলাঘর
মিলবে সবাই ভুলবে বিভেদ কে বা আপন পর।
আবার বুঝি ফুটবে কুসুম গাইবে পাখি গান
ভুলবে সবাই সকল ব্যথা সকল অপমান।
ফুল-পাখিদের গানে গানে
ভরবে আসর এই বাগানে
মুক্ত পাখি মেলবে ডানা
দূর হতে দূর আকাশ পানে।
মনে মনে ঘটবে মিলন ভুলবে অভিমান
দিকে দিকে নতুন দিনের চলবে অভিযান।
আবার বুঝি খোকা খুকুর পুতুল বিয়ে হবে
বটতলা ফের মুখর হবে আনন্দ উৎসবে।
নদীতে ফের ভাসবে ডিঙা গাইবে মাঝি গান
সোনা রোদে ঝলমলিয়ে হাসবে সোনা ধান।
টাপুর টুপুর টিনের চালে
বৃষ্টি পড়ার মিষ্টি তালে
বনে বনে কদম কলি
জাগবে সকল ডালে ডালে।
উঠোন জুড়ে হাস ছানাদের চলবে অভিযান
উৎসবে আজ মিলবে সবাই ভুলবে অভিমান।
এখানে আপনার মন্তব্য রেখে যান