বাবুই পাখির মতো করে
বাধবো আমি বাসা,
সুখের খড়ে-স্বর্ণলতায়
থাকবে সে ঘর ঠাসা।
সূর্য্য মামার চিঠি নিয়ে
ভোরের বাতাস এসে,
বলবে আমায় ওঠ্ না খোকা
মধুর ভালোবেসে।
আমার ঘরে আসবে আলো
আসবে বাতাস পানি,
ওাতের বেলা চাঁদ ও তারা
করবে কানাকানি-
‘ওইখানে ওই খড়ের ঘরে
এক যে থাকে ভালো
আমরা এসো সবাই মিলে
তাকেই দেবো আলো।’
এখানে আপনার মন্তব্য রেখে যান