জবাব

(পাল্টাছড়া প্রতিয়োগিতার জন্য লেখা ছড়া…অক্টোবর,২০১৫)

বলতে পারো কে বিছালো
সবুজ ঘাসের চাদর ?
কে দিয়েছে মা’য়ের কোলে
ছোট্ট শিশুর আদর ??

কার আদেশে দূর আকাশে
চাঁদ মামাটা হাসে ?
কার হুকুমে ফুলের জীবন
ভরেছে সুবাসে ??

কার কথাতে নিত্য প্রাতে
সূর্য হেসে ওঠে ?
নির্দেশে কার নদীগুলো
সাগর পানে ছোটে ??

উপরের ছড়াটি দেওয়া ছিলো যার জন্য পাল্টা ছড়া রচনা করতে হবে। নিচে আমার লেখা জবাব…

জবাব-১

শুনতে গেলাম ঘাসের কাছে
শিশির ভেজা ভোরে
বললো না ঘাস একটি কথাও
জানবো কেমন করে…

মায়ের কাছে এলাম ফিরে
মা বললেন- তিনি,
চাঁদ ওঠালেন ফুল ফোঁটালেন
রব্বুল আলামীনই।

তাঁর কথাতেই রাত পোহাতেই
সূর্য ওঠে হেসে
ঢেউ খেলে সব নদীর পানি
সাগরটাতে মেশে।

জবাব-২

মাঠ ভরা সেই ঘাসের কাছেই
জানতে গেলাম ভোরে
সাত সকালেই ঘর ছেড়েছিস
আম্মা বলেন ধরে-

বললাম আমি এই যে সবুজ
ঘাস কে দিলো পেতে
চাঁদ মামা আর ফুল পাখিরা
উঠলো কেনো মেতে

সূর্য নদী পাহাড় তারা কার হুকুমে পাগলপারা..?
আম্মা বলেন শুনে-
এসব কিছুই চলছে শুধু
আল্লাহ তাআলার গুণে।।

জবাব-৩

শুনবে যদি শোনো
ঘাসের চাদর মায়ের আদর
চাঁদ তারাময় রাতের সময়
কিংবা ফুলের ঘ্রানও

আল্লাহ তালার দান-
সকাল বেলার রোদ্র খেলার
সব মোহনার মিলন মেলার
মিলেছে ফরমান-
ওসব আল্লাহ তালার দান।

জানতে হলে কোরান পড়ো
খোদার রঙে জীবন গড়ো
তিনিই মেহেরবান।

এখানে আপনার মন্তব্য রেখে যান