মনের কথা

চাঁদ কেনো মা রাতে ওঠে
সূর্য কেনো দিনে,
শুকতারাকে কেমন করে
ফেললে তুমি চিনে?

রাতের বেলা আকাশ অমন
বেজায় কেনো কালো,
দিনের বেলা কোত্থেকে পায়
নীল তারাদের আলো?

রংধনুটা সেই হারালো
মেঘের আড়াল নিয়ে,
বৃষ্টি ভেজা রোদের দিনে
খেকশেয়ালের বিয়ে-

সেই যে হলো, কোথায় হলো;
বনের মাঝে বুঝি?
পালিয়ে যাওয়া ময়নাটাকে
চলো মা আজ খুঁজি।

ময়না আমার কয়না কথা
বনের মাঝে যেয়ে,
আমার কথা ভুললো কি মা
নতুন সাথী পেয়ে?

যাক না ভুলে রাখবো তুলে
তার স্মৃতি এই বুকে,
এতেই আমি অনেক খুশি
ময়না আছে সুখে।

এখানে আপনার মন্তব্য রেখে যান