যত দেখি আমি বাংলার মুখ

যত দেখি আমি বাংলার মুখ
তত সাধ জাগে মনে,
চির শয্যায় শুতে পারি যেনো
এ মাটির আবরণে।

কতো মনোহর কতো মায়াময়
কতো স্নেহজালে মুড়ে,
রেখেছে বাংলা ফুল ও ফসলে
দশ দিগন্ত জুড়ে।

খালে-বিলে-ঝিলে শাপলা, শালুক,
কলমি, পদ্ম ফোটে,
রাত জাগা পাখি করে ডাকাডাকি
রাতের ক্লান্টি টোটে।

রাখালিয়া বাঁশি ভাটিয়ালি গান
পুথি পাঠ সুরে সুরে,
এসব ছেড়ে কে থাকতে পেরেছে
কতোটা গিয়েছে দূরে।

যতোবার ভাবি দূরে চলে যাবো
ততোবার যাই কাছে,
যতো দেখি আমি বাংলার মুখ
ততোটা পরাণ নাচে।

এখানে আপনার মন্তব্য রেখে যান