পটকা ফুটবে না আর যখন তখন

শুনেছি ফটকা বাবা
ফাটিয়ে পটকা বাজি
বলতো ‘চটকা বাবা,
ধরে সব নষ্ট পাজি।’

সকালে ঘুম ভেঙে সেই
পোষাকে সভ্য সাজে
দু’হাতে করতো কামাই
দুনিয়ার নষ্ট কাজে;
অতঃপর দাঁতের ফাঁকে
ফুটিয়ে চিরুল হাসি
বলতো- ‘করলে এসব
পরবো গলায় ফাঁসি।’
বলতো- ‘খোদার কসম
করি না খারাপ কিছু
লোকে সব হিংসে করে
লেগেছে আমার পিছু।’

মিডিয়া বাবার কথাই
প্রচারে ব্যস্ত থাকে
এদিকে ফটকা বাবা
ডলে তেল তৈলটাকে।

তবু কি এসব করে
ঢাকা যায় মিথ্যে সকল
একদিন ঠিক ধরা খায়
যতোসব জাল ও নকল।
তারপর আচ্ছামতো
জনতার রামপেদানি
জুটেছে ফটকা বাবার
ছেড়েছে চোখের পানি।

তাইতো ফটকা এখন
বাবাতি আসন ছেড়ে গান ধরেছে-
‘পটকা ফুটবে না আর যখন তখন কান ধরেছে।’

এখানে আপনার মন্তব্য রেখে যান