ঝাপটে ডানা যাচ্ছ কোথায় পাখি
কোন সুদূরে হচ্ছো নিরুদ্দেশ
কোথায় তোমার যাত্রা হবে শেষ
মেঘের ধোয়া পালক জুড়ে মাখি?
এই সীমানা খুব কি তোমার চেনা
আকাশ ছোয়া গাছপালাদের শাখা
এই মেঠো পথ ছোট্ট আঁকা-বাঁকা
খড়ের গাদায় ছোট্ট ফোকর খানা?
কেমন করে সন্ধ্যা বেলায় নীড়ে
আসবে তুমি পথটা চিনে ঠিক
পালকগুলো ছড়িয়ে চতুর্দিক
চিনবে এ পথ হাজার পথের ভিড়ে?
এখানে আপনার মন্তব্য রেখে যান