দু’মুঠো গোলাপ একমুঠো লাল একমুঠো কালো সাদা
মর্ম বুঝিনি বোঝার সময় এখন বুঝেছি দাদা-
সময় যখন বয়স তখন নিতান্ত ছিলো কম,
ভালোবাসা ছিলো তার চেয়ে ঢের বেশি ছিলো সম্ভ্রম।
একমুঠো লাল সে ছিলো সকাল
ঘুমে ঢুলছিলো চোখ,
বাকিটা সময় সাদা-কালো প্রেম বিমোহিত অপলোক…
কি বলি কি বলি ভাবতে ভাবতে ত্রিশের কোঠায় পা,
কোথায় সে প্রেম-কোথায় বাসনা; সে আর ফিরবে না।
এখানে আপনার মন্তব্য রেখে যান