আঁধারে এসেছো আঁধারে মিলিয়ে যাবে / সাইফ আলি

আঁধারে এসেছো আঁধারে মিলিয়ে যাবে
হয়তো কিছুটা জোছনা ছড়িয়ে চাঁদ
জানবে না এই সাগরের বুকে হায়
কতটা প্রেমের জোয়ার তুলবে ঢেউ…

এখন মধ্যরাত-
শিশিরে কিছুটা শিক্ত আমার চুল,
দুচোখে নদীর মৃদু ঢেউ তাতে তুমি
অথবা তোমার রূপালি প্রতিচ্ছবি।

ভোর হবে আর কিছুটা সময় পর
তুমি চলে যাবে গুটিয়ে তোমার রূপ,
জানবে না কতো শূন্য বুকের প্রেম
সারাটারাত্রি দেখেছিলো নিশ্চুপ।

এখানে আপনার মন্তব্য রেখে যান