একটুখানি মেঘের পানি / সাইফ আলি

একটুখানি মেঘের পানি বৃষ্টি হয়ে ঝরুক
গাছের পাতা দুলুক,
রুদ্ধমনে সঙ্গপনে লুকিয়ে থাকা দুঃখগুলো
এবার সবাই ভুলুক।

আমি মেঘের পানি মাথায় করে নাচি
শহর ছেড়ে একটুখানি গ্রামের কাছাকাছি
সবুজসবুজ নুইয়ে পড়া পাতা
তাতে লেপ্টে থাকা বিজলি মাখা পানি
যেনো ডাকছে কেমন অবাক ভাষায়
জলজ সে হাতছানি…

যেনো স্বপ্নগুলো দু’চোখ ছেড়ে বুকের কাছাকাছি
আমি মেঘের পানি মাথায় করে নাচি;

একটুখানি দমকা হাওয়া লাগুক
ঝিমিয়ে পড়া সবুজ কিছু জাগুক
কিছু পাখির কুঁড়ে ধুলোর বোঝা ঠেলে
নতুন করে আকাশটাকে দেখুক;
এবার না হয় মেঘের পানি শুষ্ক ঘাসের বুকে
সবুজ লেখা লেখুক।

এখানে আপনার মন্তব্য রেখে যান