এবার পাহাড়ে গেলে মেঘগুলো ছুয়ে দেবো
শাদা শাদা মেঘেরা কি আনমনে হয়ে যাবে নীল;
আকাশের গায়ে যাবে মিশে
হঠাৎ নিমিষে…?
এবার পাহাড়ে গেলে ঝরনায় ধুয়ে নেবো ব্যথার চাদর
ঝরনা কি থেমে যাবে তাতে;
নাকি ফের ছুটে যাবে সমতলে রোদ্দুরে নিজেকে পোঁড়াতে…?
এবার পাহাড়ে গেলে
পাহাড়ের মতো করে নিজেকে সাজাবো…
এখানে আপনার মন্তব্য রেখে যান