শিল্পীর রাত / সাইফ আলি

যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে
যেটুকু বিষাদ ছিলো রাতের শরীরে
সবটুকু তুলিতে মলিন
সারা ক্যানভাস ছিলো ভীষণ রঙিন-

দৃষ্টিরা দেখেছিলো শুধু সেই রং
পারেনি আঁধার ছুতে ঠোঁট
সারাটা রাতের ব্যথা এক নিমিষেই
কেউ যেনো করে দিলো উলোট-পালোট…

এখানে আপনার মন্তব্য রেখে যান