বিছানা-বালিশ-আলুথালু চুল-দুচোখে ঘুমের ঘোর
এই কি আমার স্বপ্ন প্রেমীকা পছন্দ ছিলো তোর!
জাগরণে তুই অধরা রূপসী
ঘুমঘোরে কাছাকাছি,
অচেতন দেহে কেনো ধরা দিস
কেনো যে বলিস- ‘আছি’।
অচেতন মন যদি সারাক্ষন তোকে অনুভব করে;
চেতন দেহটা একাকি সময় কিভাবে থাকবে ঘরে?
আসবি না যদি ঘুমে-জাগরণে কখনোই আসবি না;
ভালোবাসি তোকে স্বপ্ন প্রেমীকা,
তুই কেনো বাসবি না?
এখানে আপনার মন্তব্য রেখে যান