এইতো সেদিন গোধূলি আর সন্ধ্যা ছিলো ঝুলে
মস্ত বড় আকাশটা তার কপাট দিলো খুলে,
দমকা বাতাস হাত বুলালো আমার সারা দেহে
সবুজ ঘাসের চাদর আমায় টানলো পরম স্নেহে।
তুমি তখন কোথায় ছিলে একলা বসে বলো-
মেঘের দলে অশ্রুকণা দৃষ্টি ছলো ছলো;
সন্ধ্যা ভেঙে আঁধার এলো সঙ্গে এলো চাঁদ
মনের কোণে জমাট কালো জাগলো অবসাদ।
এখানে আপনার মন্তব্য রেখে যান