এ কেমন নেশাধরা বৃক্ষছায়ে

এ কেমন নেশাধরা বৃক্ষছায়ে দাড়িয়ে
তুমি বললে হে পথিক-
‘আমি কখনো পথ হাটিনি,
পথ হেটে হেটে চলে গেছে আমার প্রান্ত ছুয়ে…।’

এ কেমন অন্ধকারে দাড়িয়ে তুমি বললে-
‘আলো আমাকে অন্ধ করেছে,
আমি আর আলোতে দেখি না কিছুই…।’

একবার বের হয়ে এসো
নেশাধরা বৃক্ষের ছায়া থেকে
একবার বের হয়ে এসে দেখো
সত্যিকার আলোতে
জীবন থেকে মৃত্যু পর্যন্ত পথ তোমার জন্যে
বক্ষ উম্মুক্ত করে দাড়িয়ে আছে…

চলমান সময় এক্সপ্রেসের শেষ কামরায় তোমার জন্যে
একটা টিকিট বুক করে রাখলাম…।।

এখানে আপনার মন্তব্য রেখে যান