তবু কেনো এসে তুমি জানলে না / সাইফ আলি

চোখ ভরা টলটলে অভিযোগ
আজ কেনো সাথে করে আনলে না;
আজ কেনো অভিমানী দুটি চোখ
মেলে ধরে মায়াজালে টানলে না?

সবগুলো প্রশ্নের উত্তর
জমা হয়ে আছে এই ওষ্ঠে
এতো করে বললাম জেনে যাও;
তবু কেনো এসে তুমি জানলে না?

এখানে আপনার মন্তব্য রেখে যান