বাজাতে বাজাতে হয়তো বাজনা বাজলে লাগে না ভালো
সাজাতে সাজাতে এখন তোমাকে সাজলে লাগে না ভালো
তুমি মেকাপ ছাড়াই আসো
কিছু সত্য তোমাকে দেখি…
দেখতে দেখতে সব নায়কেরা জিতে যায় অবশেষে
আমি কি তাহলে খলনায়কের অভিনয় করে গেছি,
বড়ই জটিল জীবন সিনেমা হিসাবে মেলেনা কিছু;
সবটাই যাবে শেষ সিনটাতে এসে?
হাসতে হাসতে এখন আমার হাসতে লাগে না ভালো
মিথ্যে এ স্রোতে ভাসতে লাগে না ভালো…
এখানে আপনার মন্তব্য রেখে যান