তোমার চোখে চাঁদ নেমেছে জোছনা ছলো ছল
ওষ্ঠে তোমার হৃদ কম্পন ভীরু মনাঞ্চল
তবুও তুমি বললে, বধু- হাতটি আমার ধরো
আমার তখন সব অচেতন কাঁপছে থরো থরো।
সেইতো প্রথম প্রেম শেখালে সেইতো প্রথমবার
সেই থেকে এই প্রেমীক হৃদয় শুন্য হাহাকার…
পূর্ণ করো হৃদয় খাঁচা; প্রেম পাখি দাও ধরা
তা না হলে দাও খুলে এই প্রেমেরই হাতকড়া।
আজকে তোমার চোখ জুড়ে নাই চাঁদ,
আজকে তোমার ওষ্ঠে ভীষন খরা;
আমার মুখে রা সরে না- এই কি তোমার রূপ!
সেদিন কেনো প্রেম শেখালে, আজ কেনো নিশ্চুপ?
এখানে আপনার মন্তব্য রেখে যান