বেওয়ারিশ বীজ

আপাতদৃষ্টিতে আমি এক বেওয়ারিশ বীজ
আমাকে পুতে ফেলুন মাটির অন্ধকারে
কোনো এক শুভ্র সকালে
আমি প্রকাশ করবো আমাকে
সবুজ পাতায় লেখা থাকবে আমার নাম
আমার ইতিহাস…

আমার মোড়ক উন্মোচিত হবে মাটির অন্ধকারে
আমার পরিচয় উদ্ভাসিত হবে স্নিগ্ধ আলোতে-
বৃষ্টিতে ভিজে, দমকা বাতাসে দুলে
যদি আমি বেড়ে উঠি;
যদি কোনো পশুর নখ কিংবা দাঁতের বিষাক্ত ছোয়ায়
আমার মৃত্যু না হয়
তবে আমি আপনাকে দেবো
ছোট্ট এ বুকের অন্তরালে জমে থাকা শস্য ভান্ডার…

আমাকে পুতে ফেলুন মাটির অন্ধকারে
আমি প্রকাশ করবো আমাকে
কোনো এক শুভ্র সকালে…

এখানে আপনার মন্তব্য রেখে যান