লাল টুকটুকে টিপের মতো সূর্যটা
তোমার বিস্তৃত কপালে
হয়তো আর কিছুক্ষন থাকবে-
এরপর তুমি তোমার অন্ধকার কেশগুচ্ছ
ছড়িয়ে দিও রাতের উঠোনে…
ভাঙা সেতুটার রলিংয়ে বসে আছি
নেশাতুর দুটি চোখ তোমাকে দেখছে
তুমি তোমার সমস্ত রূপ আমাকে দেখাও-
চতুর প্রেমীকার মতো
অন্ধকার কেশগুচ্ছের আড়ালে
লুকিও না মুখ…
আমার তৃষ্ণার্ত চোখ কখনো কি মুক্তি পাবে না
তোমার বিস্তৃত কপালের
উষ্ণ টিপের মতো সূর্যের মায়াজাল থেকে
তুমি কি অধরায় থেকে যাবে অনন্তকাল…
এখানে আপনার মন্তব্য রেখে যান