সন্ধ্যা তুমি ভুললে কি সেই / সাইফ আলি

সন্ধ্যা তুমি ভুললে কি সেই
রেলিং ধরে দাড়িয়ে থাকা মধ্যরাতের প্রেমকাহিনী;
সন্ধ্যা তোমার ফর্শা মুখে জাদুর মতো জোছনা আলো
আবেগ ভরা নোনতা পানি।

সন্ধ্যা তুমি প্রেম শেখালে লজ্জাবতি পাতার মতো
তাইতো সে প্রেম ঝিমিয়ে পড়ে রুক্ষ হাতের আলতো ছোয়ায়-

আজকে তুমি বললে হঠাৎ
প্রেম ধারালো গোলাপ কাটা;
কোথায় তবে লজ্জাবতি
আবেগভরা নোনতা পানি?

সন্ধ্যা তুমি স্বপ্ন দেখাও; ঘুম আসে না চোখের পাতায়-
লজ্জাবতি প্রেম শিখে আজ শুন্য পেলাম জীবন খাতায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান