: যেদিন তুমি বীজ বুনেছো
সেদিন থেকেই শুরু,
আজকে আমার হৃদয় জমিন কাঁপছে দুরু দুরু।
একটু পরেই প্রেম লতিকা শিকড় দেবে গেড়ে,
তখন বলো কেমন করে থাকবো তোমায় ছেড়ে!
: উপড়ে ফেলো অঙ্কুরনেই
উপড়ে ফেলো বীজ,
উর্বরা ঐ হৃদয় জমিন অন্যকে দাও লিজ।
: কেমন করে অন্য চাষা করবে বলো চাষ;
সমস্ত এই হৃদয় জুড়ে তোমার বসবাস।
: হায়রে অবুঝ পেমীক আমার
ক্যামনে বোঝাই তোর;
একটু পরেই কাটবে মোহ
ভাঙলে ঘুমের ঘোর।
: হয়তো আমি ঘুমিয়ে আছি-
অচেতন এই দেহ,
তবুও আমার চেতন মনে তুই ছাড়া নেই কেহ।
এখানে আপনার মন্তব্য রেখে যান