কে যেন দিয়েছে ফেলে অন্ধকার জাল
এ শহর জালে পড়া কাতলার মতো;
কখনও এখানে যেন আসেনি সকাল
থইথই অন্ধকারে এ শহর ডোবা
এ শহর রূপকথার যেন এক দ্বীপ;
অন্ধকারে কারা যেন দানবের মতো
তুলে নেয় কিশোরীর কপালের টিপ
অতঃপর কটমট অস্থিমজ্জা খায়
দানবের মতো যেন কারা শেষমেশ
সভ্যতাকে ছিঁড়েখুঁড়ে খায় হাড়গোড়
এখানে কি একজনও পীর দরবেশ
আসেননি কোনো কালে, এই অন্ধকারে?
তুমিই তবে হে কবি, নাও সেই ভার
বাজাও এ অন্ধকারে আলোর গীটার

এখানে আপনার মন্তব্য রেখে যান