মোড়ে মোড়ে লালমিয়া ঠুস ঠাস ফুটছে
পাবলিকে চারদিকে ছুটছে তো ছুটছে,
সরকার-চরকার ঘূর্ণন বাড়ছে
দূরে বসে গুরুজনে কলকাঠি নাড়ছে।
জনগণ, তারা নাকি রাজনীতি করে না
নিজেদের হালটাও ঠিকমতো ধরে না;
সিগারেটে ধুমো তোলে চায়ে তোলে তোলপাড়-
‘এটা ঠিক-ওটা ঠিক-ঐ শালা গদি ছাড়’।
এদিকেতে ঘর পোড়ে পোড়ে গাড়ি রাস্তা
তবুও তাদের আছে বিরোধিতে আস্থা,
রাজনীতি ময়দানে সুনিপূণ ঘেন্না
তাই তারা কোনোদিকে চোখ-কান দেন না।
এদিকে পুড়তে থাকে ভিটে-মাটি-দেশটা
স্বপ্নালু চোখে তবু দেখে যায় শেষটা;
-আয় বাবা সিনবাদ, আয় ফাটাকেষ্ট
রাজনীতিবিদ বলে আহা বেশ বেশতো!!
এখানে আপনার মন্তব্য রেখে যান