একোন মধুর বচন শুনিয়া ধন্য হলাম

একোন মধুর বচন শুনিয়া ধন্য হলাম
শ্যামল দত্ত খুৎবা শোনেন-
আমি নগন্য বলদ বলিয়া গন্য হলাম…

এখন তো শীত কাল
আষাঢ়ে গল্প তবু
একোন মূলুক হইতে
কর্ণ কুহরে প্রবেশ করিলো

আহারে শ্যামল বাবু
তোমারে বলিতে বড়ো সাধ জাগে মনে
এরকম ছাগলামী করিতেছো
কোন সে কারনে?

জুম’আর খুৎবা নিয়ে শ্যামল দত্তের বক্তব্যে বড়ই অবাক এবং ব্যথিত হয়েছি। তবে খইচালা ঝজরের ফুটো খুঁজবে এটাই সত্য….শ্যামল দত্তের বক্তব্য

এখানে আপনার মন্তব্য রেখে যান