সংবাদ সংবাদ

সংবাদ সংবাদ টাটকা-
পৃথিবীটা কবে নাকি তথ্যের জালে গেছে আটকা।

সংবাদ সংবাদ সত্য
যোগাযোগ বেড়ে গেছে,
বেড়ে গেছে ডাক্তার
বেড়ে গেছে রোগ-রোগী-পথ্য।

সংবাদ সংবাদ নিত্য
বোমা আর সন্ত্রাসে
বেওয়ারিশ লাশে লাশে
ভরে গেছে আমাদের চিত্ত।

সংবাদ সংবাদ শেষটাই-
তুমিরা তুমিই আছো, আমি আছি আমাতেই;
বদলায় শুধু পরিবেশটাই।

এখানে আপনার মন্তব্য রেখে যান