সংবাদ হয়ে গেছে তৈরি / সাইফ আলি

সংবাদ হয়ে গেছে তৈরি
কাল রাত বারোটায় যখন বাতাস ছিলো বৈরি
ঘুম ঘুম চোখ নিয়ে বললো সাংবাদিক
সংবাদ হয়ে গেছে তৈরি…

অজ্ঞাত সূত্রের বরাতে-
জানা গেছে বড় এক সন্ত্রাসী হামলার হয়ে গেছে ফাইনাল নকশা।
হইচই পড়ে গেলো রাষ্ট্রে-
কোথায়-কখন-কবে, কিভাবে অথবা কেনো; জানা নেই…
সংবাদ বানাতে তো মানা নেই!!

মঞ্চের পেছনের নাটকটা হয়ে গেলে শেষ-
‘সন্ত্রাস মুক্ত এ দেশ’
শিরোনামে আরেকটা সংবাদ হয়ে যাবে তৈরি;

জানি,
কাল রাত বারোটায় যখন বাতাস ছিলো বৈরি
জমপেশ একখান সংবাদ হয়ে গেছে তৈরি।

এখানে আপনার মন্তব্য রেখে যান