আমি যে পাতায় লেখে যাবো নাম / সাইফ আলি

আমি যে পাতায় লেখে যাবো নাম
তুমি সে পাতায় নিরব দৃষ্টি মেলে
জানতে চাবে কি কতোটা কাছের মানুষ হলে সে
আঁধারে দু’চোখ জ্বেলে
রাত করে দেয় পার;
বুঝতে চাবে কি সেই পাতাটিতে কতোখানি হাহাকার?

এখানে আপনার মন্তব্য রেখে যান