এবার না হয় ঝরবো খানিক / সাইফ আলি

এবার না হয় ঝরবো খানিক বৃষ্টি হয়ে;
শিউলি ফুলের শুভ্র বুকে শিশির হয়ে
ঝরবো খানিক রাত্রি শেষে…

এবার না হয় ভাসবো খানিক বাষ্প হয়ে
বাতাস হয়ে আলতো তোমার ওষ্ঠো ছুয়ে
না হয় তোমার চোখের পাতায় শিশির হলাম খুব সকালে-
একটু না হয় বৃষ্টি হলাম ঝরবো বলে
একটু তোমার নরম গালে!

না হয় হলাম ঘর ছাড়া এক শুভ্র শিলা মেঘের কুচি
উষ্ণ তোমার হাতের ছোয়ায় বরফ ভেঙে বাষ্প হলাম!

এখানে আপনার মন্তব্য রেখে যান