যখন
বিশ্বাস বুকে খাঁচা ছেড়ে পাখি আকাশে মেলবে ডানা
একা প্রান্তরে জেগে থাকা কোনো বৃক্ষের মৃত শাখা
আবার নতুন পুষ্পে পুষ্পে পূর্ণ করবে তার
এই পথ দিয়ে উড়ে যাওয়া সেই পাখিটির সংসার-
তখন
তুমিও মানুষ পূর্ণ কোরো তোমার
পৃথিবীর কাছে হাজারো ঋণের ভার…
যখন
বিশ্বাস বুকে খাঁচা ছেড়ে পাখি আকাশে মেলবে ডানা
একা প্রান্তরে জেগে থাকা কোনো বৃক্ষের মৃত শাখা
আবার নতুন পুষ্পে পুষ্পে পূর্ণ করবে তার
এই পথ দিয়ে উড়ে যাওয়া সেই পাখিটির সংসার-
তখন
তুমিও মানুষ পূর্ণ কোরো তোমার
পৃথিবীর কাছে হাজারো ঋণের ভার…
এখানে আপনার মন্তব্য রেখে যান