এখানে পাখিরা কিছু কথা বলে চলে গিয়েছিলো একদিন
এখানে পাতারা কোনো এক শীতে ঝরে গিয়েছিলো অবেলায়
সেই থেকে মেঘ কাঁদেনি কখনো ঝরেনি অঝোরে বরষা
আজ তবে কেনো আচমকা তুমি ভেঙে দিলে সেই শৃঙ্খল
আমি আবার নতুন স্বপ্নে ভেসেছি, হৃদয় হয়েছে চঞ্চল।
পুরোনো দিনের গান ফিরে পেলো সুর
না বলা কবিতা বাজলো নতুন ছন্দে
থেমে যাওয়া কিছু দমকা বাতাস এসে
ছুয়ে দিয়ে গেলো এ মন পরম আনন্দে
নিভৃতচারী এ আমাকে করলো উচ্ছল।
এখানে আপনার মন্তব্য রেখে যান