কবিকেই শেষমেশ নিতে হবে সংগ্রামের ভার
হৃদয়ের গান ভুলে, অবশেষে গাইতে হবে এই
যুদ্ধনীতি শান্তিনীতি। কে জালিম শান্তি কাড়ে কার-
তার সমাধানও বুঝি দিতে হবে আজ কবিকেই।
কবি ছাড়া এ-জমিনে আর কেউ শান্তিবাদী নেই
কবি ছাড়া মানুষের নেই কেউ মুক্তিদাতা আর;
আজ তাই অস্ত্রহীন, কৃশকায় কবির ’পরেই
পৃথিবীর বাঁচামরা, সভ্যতাকে বাঁচানোর ভার।
হঙরের মতো আসে মরণাস্ত্র, খেতে মজলুম-
কবির তো কিছু নেই শুধু এক ভাঙা মসি ছাড়া;
তবু এই মসি জানে পাথরেরও ভেঙে দিতে ঘুম,
ঝটিকার মতো দিতে পৃথিবীর খুঁটি ধরে নাড়া।
আর তবে চিত্রকল্প, ছন্দ নয়, নয় অন্ত্যমিল
আজ থেকে কাব্য হোক রাজপথ শ্লোগান মিছিল।