১
পাখিরা চুপচাপ, গাছেরা কথা কয় এই রাতে
তুমি শুধু বোঝো অর্থ তার
পানির কানে কানে মাছেরা কথা কয় কি যে কথা,
তুমিই জানো যে রহস্য তার
কবি তো নির্বাক, মূর্খ অতিশয় এই রাতে
পাখিরা চুপচাপ, গাছেরা কথা কয়, মাছেরা কথা কয় এই রাতে
২
গাছেরা চুপ করে গাছের সঙ্গে যে বলছে কার কথা মনে মনে
পাখিরা সুর করে মধুর গাইছে যে কোন ব্যথার কথা বনে বনে
মূর্খ অতি, তাই বুঝিনে গাছদের এসব চুপকথা আমি, প্রভু
বুঝিনে পাখিদের এসব সুরকথা, বুঝিনে রূপকথা আমি, প্রভু
এখানে আপনার মন্তব্য রেখে যান