পিস্তল ঠেকালেই ভেবেছিলে
হাত দুটো উঁচু হয়ে যাবে
বিবেকের বেড়াজাল ভেঙে
নিভু নিভু জোনাক পালাবে!
মায়া তুমি কোন দেশে বাস করো বলো
সেখানে কি থাকে না মানুষ;
তারাহীন অন্ধকারে সেখানে কি
সারি সারি রঙিন ফানুস?
হাত দুটো কেটে দিয়ে যদি
ভেবে থাকো মুন্ডুহীন লাশ,
শুনে নাও ঝলমলে রোদে
সাজবেই আমার আকাশ।
পিস্তল ঠেকালেই যদি
থেমে যায় প্রাণের রিদম
নিষ্প্রাণ শীতল ছোয়ায়
জেগে যাবে তোমার পশম।
মন্তব্য করুন