অতঃপর ঘুম থেকে জেগে

চাঁদের স্নিগ্ধতাকে সূর্যের বীরত্বের পাশে
সমান্তরালে দাড় করাতে যারা ওস্তাদ
অন্ধকারময় তাদের একটি রাতের বর্ণনা-

এ্যালকোহল আড্ডায় পরচর্চা বীরত্বের প্রতীক
চাটুকারিতা গভীর ভারত্বের পরিচায়ক
গলাবাজি আর তেলবাজির ভরসায়
আগামী দিনের প্রস্তুতি-
স্তুতি নয়,
অবিশ্বাসে বিশ্বাস, বিশ্বাসে সংশয়
ক্রমশ অন্ধকারের দিকে
শিক্ষিত মস্তিষ্কের ঝুলে পড়া আত্মা
শেষ মুহুর্তে চিৎকার-

অতঃপর ঘুম থেকে জেগে ওঠা
স্বপ্নচারী মানুষের মতো
হতবিহ্বল চোখে
কি নিঃষ্পাপ নিঃশ্বাস ফেলা রাত…

এখানে আপনার মন্তব্য রেখে যান