আমার এবেলা নিওনা তোমার করে / সাইফ আলি

আমার এবেলা নিওনা তোমার করে
বেধোনা ওরনা জালে,
আমার এবেলা সন্ধ্যার কোরিডোরে
কিছুটা হাটুক আজ।

কিছু সুরে আজ কিছুটা দ্রোহের বীষে
নীল থেকে আরো নীল হয়ে যাক মন
তবু, আর মাড়াবোনা পরিপাটি বড়ো
তোমার প্রিয় উঠোন।

তুমি, উড়াও তোমার ঘুড়ি
করে রাজ্যের আয়োজন
আমার নাটাই গুটিয়ে নিয়েছি
নেই তার প্রয়োজন।

আমার রাত্রি পার হয়ে যাক একা-
আমি, চাইনা তোমার দেখা।

এখানে আপনার মন্তব্য রেখে যান