কখনও হৃদয়কে

আমার অস্তিত্ব বললো আমাকে,
‘জিহ্বাটা যে বড়ই ইতর-
নিশিদিন ক্লান্তিহীন বকবক শুধু করে। কী উপায় আছে, কও, তাকে
স্তব্ধ করে দেই?’ আমি বললাম, ‘কেন, পুরে রাখো এক টুকরো পাথর তোমার গালের ভিতর।

কিছুদিন পর অস্তিত্ব আমাকে বললো পুনরায়,
‘জিহ্বাটা তো থেমে গেছে। এখন হৃদয়টাকে স্তব্ধ করার পন্থা কি জানো?’
আমি তাকে বললাম, ‘হায়,
কখনও তো হৃদয়কে মৃত্যু ছাড়া আর কিছু দিয়ে যায় না থামানো।’

এখানে আপনার মন্তব্য রেখে যান