সেই যে তোমার একটু চাওয়া / আলি মেসবাহ

ডেকের পাশে ক্যানভাসারের বিরক্তিকর বকবকানি
গদ্যে-পদ্যে করছিলো সে বিদ্যা জাহির অনায়াসে
আমি তখন ক্লান্ত আমি; ঠিক তখনি-
তুমি কেন অমন করে চাইতে গেলে
আমারই বা কি দায় ছিল
ওসব নিয়ে ভাবতে গেলাম…

এখন আমার টিনের চালে বৃষ্টি পড়ে-
বিছানাতে এপাশ-ওপাশ; ঘুম আসে না
রাতটা কেমন অবাধ্য রাত
ভীষণ রকম যন্ত্রনা দেয়
এত্তটুকু মন বোঝে না।

তুমি কেন অমন করে
ডাগর চোখে চাইতে গেলে,
এই যে আমার দিন কাটে না রাত কাটে না
বুকের ভিতর নিয়ম ভাঙার শব্দ শুনি
খুব অচেনা…

এর কি কোন সংজ্ঞা আছে
তোমার কাছে ?

সেই যে তোমার একটু চাওয়া
এই যে আমার বদলে যাওয়া ।

এখানে আপনার মন্তব্য রেখে যান