ধুলো জমা পিঠে মেঘ দেখো তুমি
মেঘগুলো কার্পাশ তুলো
উষ্কখুষ্ক চুলে দাড়িয়ে আছে বৃক্ষের সারি
সিগারেট ধোয়ায় পুড়ে যাওয়া ফুসফুস নিয়ে
প্রহরী বায়ুমন্ডল-
আল্ট্রাভায়োলেট দস্যুরা ছুয়ে দেবে মাটি
পরিপাটি ঘর
সাজানো বিছানা।
মৃত্যু সয্যায় শহুরে কাক
ডাস্টবিনে ফরমালিন-
টসটসে উচ্ছিষ্টে পচন ধরেনি আজো;
পারফিউমে ধোয়া দেহ থেকে
বিবেকের লাশ পঁচা দুর্গন্ধ;
কি বিশ্রি… কি কুৎসিত…!
ধুলো জমা পিঠে মেঘ দেখো তুমি
জন্ডিস রোগীর মতো হলুদ তোমার রঙ;
এবার যদি বৃষ্টি আসে
ডাল থেকে নেমে এসো নিচে।
শেষ মৃত্যু দেখার আগে একটিবারের মতো
দুইজনে মিলে
জলকেলি খেলে যাবো
পৃথিবীর নরম শরীরে…
এখানে আপনার মন্তব্য রেখে যান