ফেলে দাও প্রিয় ফুল
ঝরে যাক কিছু নষ্ট সময় পাতার মতোন…
বর্ষা আসেনি শ্রাবন গিয়েছে চলে
শুন্য কলস ঠনঠন করে খালি,
মরা খালে কিছু বিষাক্ত নীল পানি
নদী ভরা কাচ-বালি।
ফেলে দাও তবু ফুল
ঝরে যাক কিছু শ্বেত পাথরের মেঘ
বৃষ্টিবিহীন শীল,
উঁই ধরা কিছু ছিন্ন বৃক্ষ
হোক দরজার খিল।
আমি-তুমি শীতে কাঁপি
এসি রুমটাতে বসে
এসো, ফুল ফেলে দিয়ে পাপী
অঙ্ক মিলাই কষে।
এখানে আপনার মন্তব্য রেখে যান