: একি ছবি এঁকেছো আমার
নরম মাংসের পিন্ড
শরীর আর শরীর!
আর কিছু আঁকতে পার না কি?
এদিক ওদিক চোখ রেখে
দেখে-বুঝে
মৃদু হেসে শিল্পী বলে-
তোমার শরীরের মতন
এমন, সত্য সুন্দর
পৃথিবীতে আর কিছু নেই।
: একি ছবি এঁকেছো আমার
নরম মাংসের পিন্ড
শরীর আর শরীর!
আর কিছু আঁকতে পার না কি?
এদিক ওদিক চোখ রেখে
দেখে-বুঝে
মৃদু হেসে শিল্পী বলে-
তোমার শরীরের মতন
এমন, সত্য সুন্দর
পৃথিবীতে আর কিছু নেই।
এখানে আপনার মন্তব্য রেখে যান