ভুল করে কিছু ভুল হয়ে গেছে
ক্ষমা করে দিও
জোছনাতে কিছু শুকনো পাতার বাসর সাজিয়ো-
আসর শেষের বিদায় পর্বে
কিছুটাতো ব্যথা জমেছে মর্মে
তবু সে ব্যথার আলো-ছায়া মেখে নিজেকে সাজিয়ে নিও
আজকে ভেঙেছে কালকে আবার নতুন করে জমিয়ো…
ভুল করে কিছু ভুল হয়ে গেছে
ক্ষমা করে দিও
জোছনাতে কিছু শুকনো পাতার বাসর সাজিয়ো-
আসর শেষের বিদায় পর্বে
কিছুটাতো ব্যথা জমেছে মর্মে
তবু সে ব্যথার আলো-ছায়া মেখে নিজেকে সাজিয়ে নিও
আজকে ভেঙেছে কালকে আবার নতুন করে জমিয়ো…
এখানে আপনার মন্তব্য রেখে যান