ভুল করে ফুল পাতায় করেছে মৃত্যুভয়
এভুল কিভাবে গাছের সয়!
শিকড় খুঁজেছে সূর্যের আলো
ডাল ছেড়ে হাল মাটির ঘ্রাণ
নিচ্ছে যখন তখন কান্ড এমন কান্ডে হারায় প্রাণ।
ফুল যায় ঝরে
পাতা মরে মরে
বৃক্ষের শেষ শয্যা বানায়
শিকড় খুঁজেছে সূর্যস্বপ্ন
মৃত্যু পেয়েছে ষোল-আনাই।
এখানে আপনার মন্তব্য রেখে যান