কাল আবার বৃষ্টি হবে
ঝড় হবে কাল খুব
কাল আবার সমস্তরাত আশার ফেনায় ডুব…
কালকে রক্ত পথে শপথ হবে
কাল আবার বৃষ্টি হবে তুফান হবে।
মেঘের বুকে ফেনিয়ে থাকা দুঃখগুলো ঝরবে ভীষন
মাতাল হাওয়ায় দুলবে তারা, মূক শিশুরা, সুখের কাঙাল
কালকে জাগবে বাঙাল…
যারা ফের হাল তুলে নেয়, পাল তুলে দেয় ঝড় তুফানে
আকাশে উড়ন্ত এক স্বাধীনচেতা চিলের গানে
সেই সব ঘুমহারারা পাগলপারা বাঁচার নেশায়…
মরণ পেশায়।
খাঁচায় যারা বন্দী করার ফন্দি আঁটে
অত্যাচারীর চিবুক চাটে বুক মিলিয়ে
খিলখিলিয়ে হাসতে থাকে যেই হায়েনা দাঁত দেখিয়ে
তাদের ঐ নীলদাড়াটা দিতেই হবে কাল বেকিয়ে…
কাল ফের মরবি যারা মরণ ঘুমে
এ মৌসুমে
দেখবি না আর সূর্য-সকাল।
কাল আবার বৃষ্টি হবে
ঝড় হবে কাল খুব
কাল আবার সমস্তরাত যুদ্ধ এবং শুদ্ধ খেলায় ডুব…