খবর পেয়েছি কাল রাতে নাকি চাঁদের হয়েছে ফাঁসি
কাল রাতে নাকি নদীরা কেঁদেছে খুব;
খবর পেয়েছি কাল কাশবনে আগুন দিয়েছে কেউ
মটির পরাণে জেগেছে ব্যথার ঢেউ।
খবর পেয়েছি কাল নীলক্ষেতে বইয়ের দোকানে রক্ত
মতিঝিলে নাকি পুড়ে গেছে সাদা বক;
খবর পেয়েছি সব নাকি ছিল
ঐ পাড়াদের ছক।
খবর পেয়েছি পাকস্থলিতে জমেছে সুদের চর্বি
বুড়োভামদের ঝুলে গেছে সব চামড়া
তবু, ঘুষের টাকাটা মশলা মাখানো আমড়া।
খবর পেয়েছি শিক্ষিত সব মহাজনদের পেটে
দূর্নীতি হয় চাষ,
অথচ সকল অশিক্ষিতরা করছে সর্বনাশ!
খবর পেয়েছি খবর হচ্ছে রান্না;
মশলার সে কি ঘ্রাণ না!!