পৃথিবীর এক কোণে ছোট ছিমছাম
আমাদের গ্রামখানি, মধুপুর নাম
সেই গ্রামে পাখি ডাকে, চাষী গান গায়
বারো মাস ফুল ফুটে সুবাস ছড়ায়
সোনার থালার মতো ওঠে রবি পুবে
সন্ধ্যা হলেই যায় পশ্চিমে ডুবে
রাত্তিরে চাঁদ ওঠে ঘুচায় আঁধার
ছিমছাম গ্রাম তার জুড়ি মেলা ভার
আম জাম লিচু খেয়ে, খেলে মাঠে মাঠে
সেই গ্রামে আমাদের শিশুকাল কাটে
প্রীতিময় স্মৃতিময় গ্রাম ফেলে এসে
ছুটোছুটি করি আজ দেশ থেকে দেশে
কত কাল সেই গ্রামে পড়ে না চরণ
তবু গ্রামে প্রতিদিন পড়ে থাকে মন
মন্তব্য করুন