এই পথগুলো নদী ছিল একদিন
এই মাঠগুলো জলের মিছিল
ময়ূরপঙ্খীতে চড়ে এই পথে একদিন রাজকন্যে যেতো
বিপুল সওদা নিয়ে সওদাগর যেতো এই পথে
এই পথগুলো নদী ছিল
এই মাঠগুলো জলের মিছিল
এই মাঠে রূপালী মাছেরা উথাল পাথাল ঢেউ ছুঁয়ে ছুঁয়ে
কি-সুন্দর গড়াগড়ি যেতো কালো জলে!
পথিক।
আমি কি তোমাকে রূপকথা বললাম?