অনেক কথাই যায়না বলা
বলার থাকে;
আমরা যারা মানুষ তারা অনেক কথাই গোপণ রাখে।
অনেক আশার বীজ বোনা হয় বুকের মাঠে
সব বীজে তো হয়না ফলন মনের মতো
যেটুক ফলে অনেকটা তার যায় বিকিয়ে বাস্তবতার গরুর হাটে।
দালাল ধরে খরচা করে তাও মেলেনা মূল্য সঠিক
তবুও ঠিকই কাটছে জীবন নিয়ম মাফিক।
অনেক কথাই কথার কথা হচ্ছে বলা
সব কথাতে সুর মেলালে যায় কি চলা?
যুক্তি থাকে যুক্তি আঁকে গভীর রেখা মনের পাড়ায়
কিন্তু তাতে মুক্তি মেলে- গ্যরান্টি নাই।
অনেক কথাই যায়না বলা; বলার থাকে-
সব কথা কি ধারণ করে সত্যটাকে?