
তাকিয়ে ছিলে মৃত্যু শীতল চোখে,
বুকের জামায় লেপ্টে ছিলো লাল গোলাপের পাপড়ি…
তুমি তাকিয়ে ছিলে তোমার খুনির দিকেই;
নাকি দেখছিলে কি দেখছে সারা বিশ্ব!
তোমার বুকের কাছে বাগ দেয়া ঐ লাল মোরগের বোলে
দুপুর বেলার সূর্য ছিলো জ্বলে
কিন্তু যখন শীতল চোখের তাক করা বন্দুকে
বারুদগুলো মরলো ধুকে ধুকে
তখন শুধু তুমিই ধনী, আমরা সবাই নিঃস্ব।
ইসরাইলের বুলেট তোমার বুকের খাঁচায় রঙ ঢালে
নতুন করে ঈগল-পাখায় ঢেউ তোলে
অমন করে তাকিয়ে তুমি তোমার চোখে দেখিয়ে দিলে
বিশ্ববিবেক জঙ্গলে!
এখানে আপনার মন্তব্য রেখে যান