শহর শহর নষ্ট শহর

শহর শহর গাড়ির বহর
শহর জুড়ে ঘেন্না,
শহর ছেড়ে গাঁয়ের পথে
কেউ তো পাড়ি দেন না!

কাকের ডাকে নাখোশ বড়
কোকিল কোকিল কান্না,
সাত জনমের ভাগ্য তাদের
কাক দাদারা প্রলাপ শুনে
শহর ছেড়ে যান না।

নিজের দোষে ভাত পুড়েছে
চেচান তবু গিন্নি,
বাপ মরেছে সেই খুশিতে
সাহেব বিলান সিন্নি।

শহর শহর নষ্ট শহর
সকাল-দুপুর গায়,
শহর ঠিকই শহর আছে
মানুষগুলো নাই।

এখানে আপনার মন্তব্য রেখে যান